
স্পোর্টস ডেস্ক : জামশেদপুর মুম্বই ম্যাচের পরে চাপ বাড়লো মোহনবাগানের। ৮ মার্চের ম্যাচে মুম্বই সিটি এফসি-কে ৩-০ জয়ী ঘোষণা করা হল। ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। কিন্তু সেই ম্যাচে জামশেদপুর এফসি নিয়ম ভেঙে একজন ফুটবলারকে খেলানোর ফলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। এই সংশোধিত ফলের প্রভাব পড়ল লিগ তালিকাতেও।
গত ৮ মার্চে জামশেদপুরে এই ম্যাচটির পর মুম্বই সিটি এফসি কর্তৃপক্ষ ফেডারেশনের কাছে অভিযোগ জানায়, তাদের প্রতিপক্ষ আইএসএলের নিয়ম মেনে সারা ম্যাচে সাতজন দেশীয় ফুটবলার খেলায়নি। এই অভিযোগ খতিয়ে দেখার পর মুম্বই সিটি এফসি-র পক্ষে রায় দেয় ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি। মুম্বই সিটি এফসি-কে এই ম্যাচে ৩-০-য় জয়ী ঘোষণা করা হয় এবং তাদের এই জয়ের জন্য তিন পয়েন্ট দেওয়া হয়।
মুম্বই এই ম্যাচ থেকে তিন পয়েন্ট অর্জন করায় তারা ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রইল। দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগান সুপার জায়ান্টের সংগ্রহ ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট। গোল পার্থক্যও বেড়ে গেল মুম্বইয়ের। এত দিন মোহনবাগানের সঙ্গে মাত্র এক গোলের পার্থক্য ছিল মুম্বইয়ের। সেটা এখন চার গোলের হয়ে গেল।জামশেদপুরের এক পয়েন্ট কাটা যাওয়ায় ১৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তারা এখন লিগ তালিকার আট নম্বরে। ফলে ছ’নম্বর জায়গার জন্য প্রতিযোগিতা আরও জমজমাট হল। ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট পেয়ে দশে রয়েছে ইস্টবেঙ্গল। তাদের গোলপার্থক্য এখন -২।এখনও লিগ শিল্ড জিততে পারেনি মোহনবাগান। তারা যে লড়াই চালাবে সেটা বলার অপেক্ষা রাখে না।আপাতত বিশ্বকাপের কোয়ালিফাই রাউন্ড হওয়ার জন্য আইএসএল বন্ধ।