
গোপাল শীল,জয়নগর:হাইকোর্টের নির্দেশের পরও বাম প্রতিনিধিদের জয়নগরে ঢুকতে বাধা।মঙ্গলবার সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে ত্রান নিয়ে ,গ্রামের ভিতরে ঢোকার চেষ্টা করেন বাম প্রতিনিধি রা।কিন্তু তাদের গ্রামে ঢুকতে বাধা দেয় জয়নগর পুলিশ। পুলিশ জানায় পাঁচজনের বেশি ত্রাণ নিয়ে ঢুকতে পারবেনা।এরপর পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় বাম নেতা ও কর্মীদের সঙ্গে