
অরূপ ঘোষ,গোপীবল্লভপুর: অরূপ ঘোষ,গোপীবল্লভপুর: দীর্ঘ তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে । খাতা-কলমে বর্ষাকাল শুরু হয়ে গেলেও বৃষ্টির দেখা সেই ভাবে মিলছিলোনা। শনিবার বৃষ্টি হওয়ার পরেই চাষের কাজ শুরু করে চাষীরা। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লকের ভুলনপুর গ্ৰামের চাষের জমিতে ট্রাকটর দিয়ে চাষ সময় হঠাৎই চাষীরা দেখতে পান লোহার সিলিন্ডার আকারের বস্তু। বস্তুটি উপর থেকে মাটিতে ঢাকা হয়ে যাওয়ার কারণে প্রথমে বুঝতে পারেননি তারা। তারপর সেই বস্তুটিকে দেখার পর কোদাল দিয়ে আঘাত করলে বোঝা যায় এটি একটি লোহার তৈরি। ট্রাক্টরের ড্রাইভার সহ চাষী প্রথমে স্তম্ভিত হয়ে পড়েন জিনিসটি দেখার পর। এলাকার বাসিন্দা শ্যামাপ্রসাদ মন্ডল জানান, এই বোমা ১৯৪২ থেকে ৪৭ সালের সময় ইংরেজরা ব্যবহার করত। আগেও অনেকবার এই ধরনের বোম এখানে পাওয়া গিয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হবে না বলে জানান তারা।