
ওঙ্কার বাংলা ডেস্ক: ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন জেপি নাড্ডা। বিজেপির নিয়ম অনুসারে ওই পদের কার্যকালের মেয়াদ থাকে তিন বছর। কিন্তু ২০২৪ সালের লোকসভা ভোটের কথা মাথায় রেখে গেরুয়া শিবির জেপি নাড্ডার সভাপতি পদে কার্যকালের মেয়াদ বাড়ায়। ইতিমধ্যে সারা দেশে লোকসভা ভোট সম্পন্ন হয়েছে। কেন্দ্রে এককভাবে না হলেও জোটসঙ্গীদের নিয়ে আবার ক্ষমতায় এসেছে বিজেপি। তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। এবার দলের কেন্দ্রীয় কমিটিতে রদবদল করতে পারে পদ্ম শিবির। তবে ওই পদে কাকে দায়িত্ব দেওয়া হবে সে বিষয়ে এখনই কিছু জানানো হয়নি বিজেপির তরফে। সঙ্ঘ পরিবার ঘনিষ্ঠ কাউকে সভাপতি করা হয় কিনা সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।
সূত্রের খবর, আগামী ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে সর্বভারতীয় সভাপতি পদে নতুন কাউকে বেছে নিতে পারে বিজেপি। শুধু তাই নয়, দেশের যে সমস্ত রাজ্যে বিজেপির সভাপতিদের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে, সেই পদেও নতুন মুখকে দায়িত্ব দেওয়া হবে। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। রাজ্যের বর্তমান বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছেন। তাঁকে কেন্দ্রীয় মন্ত্রীও করা হয়েছে। সেক্ষেত্রে তাঁর উত্তরসূরী হিসেবে কাকে বেছে নেওয়া হবে তা নিয়েও বঙ্গ বিজেপিতে মাঝে মাঝে শুরু হয় চর্চা। কখনও দিলীপ ঘোষের নাম কখনও শুভেন্দু অধিকারীর নাম উঠে আসে রাজ্য সভাপতি পদের জন্য জল্পনায়। পাশাপাশি লকেট চট্টোপাধ্যায়কে নিয়েও হয় চর্চা।