
উজ্জ্বল হোড়, জলপাইগুড়িঃ করলা নদীর জলে প্লাবিত জলপাইগুড়ি শহর। জলের তলায় ডুবে জলপাইগুড়ি তথা উত্তর বঙ্গের প্রাচীন বানিজ্য কেন্দ্র দিনবাজার। যে নদীর জলে প্লাবিত ব্যাবসা সেই নদীর সেতুর ওপরেই মাছ থেকে সবজি নিয়ে চলছে বেঁচে থাকার সংগ্রাম।
শনিবার রাত থেকেই অশনি সঙ্কেত দেখতে পেয়েছিলেন জলপাইগুড়ি তথা উত্তর বঙ্গের প্রাচীন বানিজ্য কেন্দ্র দিনবাজারের ব্যবসায়ীরা। শনিবার রাতেই হোল সেল মাছ বাজারে ঢুকে পরে করলা নদীর জল। রবিবার সপ্তাহের মূল ব্যাবসার দিন, আর এমন দিনেই কার্যত করলা নদীর জলে ডুবে রয়েছে গোটা বাজার সহ শহর জলপাইগুড়ি। রবিবার বেচা কেনা প্রায় বন্ধ। দীর্ঘ্য ৬২ বছর ধরে এই বাজারে মাছ বিক্রি করেন সর্বন শা। তিনি বলেন, বছরে দু একদিন আমাদের এই ভোগান্তির শিকার হতে হয়। পুরসভার সঠিক পরিকল্পনার অভাবে তাদের সমস্যায় পরতে হচ্ছে বলে দাবি করেন সর্বন শা।
অগত্যা দিন বাজারের সংলগ্ন করলা নদীর সেতুর ওপরেই মাছ নিয়ে বসেছে অনেক বিক্রেতা। এমনি এক মাছ বিক্রেতা জয়দেব দেবনাথও প্রশাসনের ওপর ক্ষোভ প্রকাশ করেন।
রবিবার সকালে এক অদ্ভুত দৃশ্য জলপাইগুড়ি শহরে, যে নদীর জলে প্লাবিত ব্যাবসা সেই নদীর সেতুর ওপরেই মাছ থেকে সবজি নিয়ে চলছে বেঁচে থাকার সংগ্রাম।