
উজ্জ্বল হোড়,জলপাইগুড়িঃ ১৯৭২ সালের বন্য প্রানী আইনকে তোয়াক্কা না করে চলছে ময়ুর শিকার। এবার সেই ছবি আবার সমনে এল জলপাইগুড়ি জেলায়। শুধুমাত্র রঙ্গিন পালকের লোভে গুল্টি দিয়ে ময়ুর মারছে চোরা শিকারিরা।
স্বধীনতার ৭৭ বছরের পরও ভারতের জাতীয় পাখি ময়ুর শিকার বন্ধ হয়নি। সেই ছবি আবার সমনে এল জলপাইগুড়ি জেলায়। জঙ্গল চা বাগান অধ্যুষিত মাল ব্লকের ডামডিং গ্রাম পঞ্চায়েতের বেদগুড়ি চা বাগানের ঘটনা। আক্রান্ত একটি ময়ূরকে উদ্ধার করল স্থানীয় যুবক রাজু মুন্ডা।
শুক্রবার সকালে, বাগানে ফ্যাক্টারী লাইনের পাশেই একটি ময়ুরকে দেখতে পাযন রাজু। ময়ূরটির সমনে যেতেই বুঝুতে পারে গুরুতর আহত ভারতের জাতীয় পাখিটি। উড়ার ক্ষমতা নেই। রাজু আহত ময়ুর টিকে উদ্ধার করে পরিবেশপ্রেমি স্বরূপ মিত্র কে খবর দেয়। বেদগুড়ি চা বাগানে আসেন স্বরূপ। শুরু হয় সুশ্রূষা। কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা হারিয়েছে ময়ূরটি। সেই অবস্থায় মালবাজার ওয়াইল্ড লাইফের হাতে তুলে দেওয়া হয় ময়ুরটিকে। জানা গিয়েছে, পালকের লোভে গুল্টি দিয়ে ময়ুরটি পায়ে মেরেছে চোরা শিকারিরা।