
ওঙ্কার ডেস্ক:জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ
সোমবার রাতের পর মঙ্গলবার সকালেও চলছে । লালবাজারের সামনে অবস্থান-বিক্ষোভে মঙ্গলবার ও অনড় জুনিয়র চিকিৎসকরা। লালবাজার থেকে মাত্র আধ কিলোমিটার দূরে ফিয়ার্স লেনে বিক্ষোভ আন্দোলন জারি রেখেছেন চিকিৎসকেরা । চিকিৎসকদের একটাই দাবি,পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। যতক্ষণ না তাঁদের এই দাবি পূরণ হচ্ছে, তাদের এই বিক্ষোভ অবস্থান চলবে।
অপরদিকে মঙ্গলবার ভোরে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সকলকে এড়িয়ে লালবাজার ছেড়ে বেরিয়ে জন সিপি। তবে তিনি আন্দোলনকারীদের মুখোমুখি হবেন কিনা, সে নিয়ে এখনও কিছু জানা যায়নি।