
ইন্দ্রাণী চক্রবর্তী, কলকাতা : পুজোর সময় দুর্যোগ থাকবে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু তার আগে থেকেই ধর্মতলায় আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। এরই মধ্যে প্রবল বর্ষণে ছিঁড়ে পড়ল ধর্মতলার অনশন মঞ্চের ত্রিপল।
মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে কলকাতায়। কখনো ঝিরিঝিরি কখনো প্রবল বর্ষণের মধ্যেই চলছে আন্দোলন। ধর্মতলায় আমরণ অনশন চালানো সাত জুনিয়র ডাক্তারের শারীরিক পরিস্থিতি খারাপ হচ্ছে বলে জানিয়েছেন ডাক্তাররা।
মঙ্গলবার সকাল থেকে মেডিকেল কলেজগুলিতেও চলছে প্রতীকী অনশন, যেমনটা সোমবার জানানো হয়েছিল ধর্মতলার অনশন মঞ্চ থেকে। আজ মঙ্গলবার, সকাল নটা থেকে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে প্রতীকী অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। কলকাতা মেডিকেল কলেজের ধর্ণা মঞ্চে প্রতীকী অনশন করছেন ১১জন জুনিয়র ডাক্তার।
আরজি কর মেডিকেল কলেজে প্রতীকী অনশনে জুনিয়র ডাক্তারদের সাথে সামিল অফ ডিউটি সিনিয়র ডাক্তারও। অপরদিকে, এনআরএস মেডিকেল কলেজে প্রতীকী অনশন করছেন অন ডিউটি আর অফ ডিউটি মিলিয়ে মোট ৫৬জন জুনিয়র ডাক্তার। অফ ডিউটি জুনিয়র ডাক্তাররা উপস্থিত রয়েছেন ধর্ণা মঞ্চে।
এদিকে মঙ্গলবার বিকেলে জুনিয়র ডাক্তারদের মহা মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। সোমবার দুপুরে অনশন মঞ্চ থেকে এই মিছিলের ঘোষণা করেন জুনিয়র ডাক্তাররা। অনুমতি না পেলেও মিছিল করার সিদ্ধান্তে বহাল তাঁরা। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টেয় কলেজ স্কোয়ার থেকে শুরু হবে মিছিল, যাবে ধর্মতলা পর্যন্ত। সাধারণ মানুষকে মিছিলে আহ্বান করেছেন জুনিয়র ডাক্তাররা।