
সঞ্জয় রায়চৌধুরী,ওঙ্কার বাংলা: “আমাদের ডাক্তারদের, সহযোদ্ধা দের দাবী গুলি সরকারের দৃষ্টিপাত করে সেগুলি মেনে নেওয়া উচিত” হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন অনশনরত জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো।
আরজি কর কান্ডের ন্যায় বিচার চেয়ে দীর্ঘদিন চলছে আন্দোলন, মিছিল। ধর্মতলার অবস্থান মঞ্চে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। পাশে দাঁড়িয়েছেন সোনিয়ার ডাক্তাররা এবং নাগরিক সমাজও। কিছুদিন আগে শারীরিক অবস্থার অবনতি নিয়ে অসুস্থ হয়ে আর জি কর হাসপাতালে ভর্তি হয়েছিলেন চিকিৎসক অনিকেত মাহাতো। বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ” আমরা যারা আমরণ অনশন করছি আন্দোলন করছে তাদের দাবি খুব স্পষ্ট। আমি এবং আমাদের সহযোদ্ধাদের যে ১০ দফা দাবি রয়েছে সেগুলি সরকারের দৃষ্টিপাত করে এবার মেনে নেওয়া উচিত” ।