
স্পোর্টস ডেস্ক : ৩০ শে জুলাই জুপিটার সোসাইটির পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হয় আগামী ২৮শে সেপ্টেম্বর শনিবার, কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে জুপিটার সোসাইটি লিমিটেডের উদ্যোগে একটি চ্যারিটি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে যেখানে মুখোমুখি হবে দুই দল । এদিন এটাও জানানো হয় বাংলার মানুষদের কাছে উগ্রী পাওনা হবে আই.এম ভিজয়ান এবং ব্যারেটো কে দেখতে পাওয়ার ।এই ফুটবল ম্যাচে অংশগ্রহণ করবেন বেশ কয়েকজন বিখ্যাত খেলোয়াড়,যার মধ্যে দেখা যাবে সৈয়দ রহিম নবী, এলভিটো এবং মেহতাব হোসেনকে একসাথে খেলতে।আরো এক্স ফুটবলার দের কেও দেখা যাবে ম্যাচে।কনফারেন্সের মাধ্যমে জানানো হয় ম্যাচটি সম্পূর্ণরূপে অরাজনৈতিক এবং অলাভজনক।তার সাথে জানানো হয় কয়েকটি ছোট বড় কোম্পানি তাদের সাহায্যের হাত বাড়িয়েছে বলেই এই ম্যাচেটি তাদের আয়োজন করা সম্ভব হয়েছে।জুপিটার সোসাইটির সভাপতি জানিয়েছেন, “আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য হল সমাজের সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানো। আমরা চাই সবাই মিলে এই মহৎ কাজে আমাদের সাহায্য করুন ম্যাচটি সবার জন্য উন্মুক্ত এবং আশা করা হচ্ছে, এই উদ্যোগে প্রচুর মানুষ যোগদান করবেন ও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।”