
ওঙ্কার ডেস্ক : চোপড়ায় যুগলকে মারধরের অভিযোগে নিন্দার ঝড় উঠেছে রাজ্যজুড়ে. এবার এই ঘটনার আঁচ গিয়ে পড়লো সংসদে. চলতি অধিবেশনে নিট-নেট কেলেঙ্কারি নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে শুরু থেকেই সরব হয়েছে বিরোধী জোট ইন্ডিয়া. এবার কি তবে চোপড়ার ঘটনাকে হাতিয়ার করে বিরোধী জোটকে চেপে ধরবে গেরুয়া ব্রিগেড? ইঙ্গিত তেমনই মিলছে. সোমবার সংসদে অধিবেশন শুরুর আগেই বিজেপির মন্ত্রী-সাংসদেরা চোপড়ার ঘটনা নিয়ে নিশানা করলেন তৃণমূল সরকারকে. বাদ গেলেন না বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রনউতও. সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘তৃণমূল সহ ইন্ডিয়ার সাংসদেরা সংবিধান হাতে সংসদ চত্বরে দাঁড়িয়ে নাটক করছেন. কিন্তু, বাংলায় যা হয়েছেতার অনুমতি কি সংবিধান দেয় ?’
চোপড়ার ঘটনা নিয়ে তৃণমূলকে একহাত নিলেন বিজেপি মুখপাত্র শহজাদ পুনাওয়ালাও.
চোপড়ার এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে. পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত. তা সত্ত্বেও এই ঘটনায় রাজনৈতিক তরজা যে এখনই শেষ হচ্ছে না তা স্পষ্ট. বরং আরও আক্রমণাত্মক হয়ে বিজেপি এই ঘটনা নিয়ে ময়দানে নামছে.