
স্পোর্টস ডেস্ক :—২০২৩ বিশ্বকাপ ফাইনালে বড় ভুল আইসিসি ও বিসিসিআইয়ের। যাদের জন্য ভারতীয় ক্রিকেট বিশ্বমানচিত্রে বড় জায়গা পেয়েছে সেই ১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আমন্ত্রণ পেল না। এদিন ৮৩ বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব বলেন , আমাকে আমন্ত্রণ জানানো হয়নি। কারও ফোন পাইনি। আমিও কাউকে ফোন করিনি। শুধু আমাকে নয়। তিরাশির বিশ্বকাপজয়ী দলকে আমন্ত্রণ জানালে ভালো হতো। কিন্তু আমার মনে হয়, এত বড় টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। সকলেই এত ব্যস্ত বিভিন্ন দায়িত্ব সামলাতে যে কখনও কখনও ভুল হতেই পারে।’ এদিন মেগাফাইনালে ছিল তারকার মেলা শাহরুখ খান, দীপিকা পাডুকোন, রণবীর সিং, অনুষ্কা শর্মা, আথিয়া শেঠি, গৌরী খান, আরিয়ান খান..অর্ধেক বলিউড হাজির নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। রয়েছেন আশা ভোঁসলে, প্রকাশ পাডুকোনরা ছিলেন।