
ওঙ্কার ডেস্ক:ভোটের আগে গুলি চলল মুর্শিদাবাদে। খড়গ্রামে কংগ্রেস -তৃণমূলের মধ্যে বচসা, হাতাহাতির মাঝেই গুলি চালানোর অভিযোগ উঠলো। বুধবার দুপুরে দিয়ারা মল্লিকপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও ওই গ্রামের পঞ্চায়েত সমিতির সদস্যা জিতা খাতুন ও তার অনুগামীদের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। বচসা হাতাহাতিতে গড়ালে এক যুবক পিস্তল বের করে পর পর দু রাউণ্ড গুলি চালায় বলে অভিযোগ। ভরদুপুরে গুলি চলায় আতঙ্কে বাসিন্দারা. ঘটনাস্থলে পৌঁছেছে খড়গ্রাম থানার পুলিশ।