
স্পোর্টস ডেস্ক :ঘরের মাঠে রাজস্থান রয়্যালস আর চেন্নাই সুপার কিংস আর বাকি দুটো অ্যাওয়ে ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদ আর রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু। বাকি সব ম্যাচই কার্যত মরণ বাঁচন কলকাতা নাইট রাইডার্স দলের কাছে। এই অবস্থা কেকেআর দলের নানা গাফিলতি দেখা যাচ্ছে। বিশেষ করে সহ অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ারের অফ ফর্ম চিন্তায় রাখছে নাইটদের। যদিও ভেঙ্কটেশের পাশেই আছেন নাইট রাইডার্স অধিনায়ক আজিঙ্ক রাহানে । এদিন রাহানে কলকাতায় এক অনুষ্ঠানে বললেন বললেন,দল ভেঙ্ক টে শের পাশে আছে। হয়তো আগামী ইনিংসেই ও রানে ফিরবে। চারটি ম্যাচ বাকি রয়েছে। ঠিক রানে ফিরবে।’
ভালো ফর্ম নেই সুনীল নারি নেরও। সেই বিষয়ে রাহানে বললেন,’দলের হয়ে আগে অনেক রান করেছে নারিন। এবারে ও খুব একটা খারাপ খেলেনি। ডি’কক শুরুটা ভাল করেছিল। ওকে নিয়ে ও আমরা আশাবাদী। প্লেয়ারদের আমরা স্বাধীনতা দিচ্ছি। অহেতুক চাপ দিচ্ছিনা। দল পজিটিভই রয়েছে।’