
স্পোর্টস ডেস্ক : আইপিএল শুরুর আগে স্বস্তি কলকাতা নাইট রাইডার্স দলের শহরে এলেন তাঁদের অধিনায়ক শ্রেয়স আইয়ার। শনিবার গভীর রাতে কলকাতায় আসেন তিনি। রঞ্জি ফাইনালে চোট পাওয়ায় আশঙ্কা করা হয়েছিল হয়ত এবারেও আইপিএলে চোটের কারণে অনিশ্চিত থাকবেন তিনি। তবে শ্রেয়স এলেন। রবিবার দল যে অনুশীলন ম্যাচ ইডেনে খেলবে সেখানে নামার সম্ভবনা কম হলেও অনুশীলন করবেন নাইট অধিনায়ক। প্রথম ম্যাচ আগামী শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। সেখানে নামার চেষ্টা করবেন। বোর্ডের চুক্তি থেকে বাদ পড়েছেন রঞ্জিট্রফিতে খেলার অনীহা দেখিয়ে। যদিও পড়ে রঞ্জি ফাইনাল মুম্বইয়ের হয়ে খেলেন। দ্বিতীয় ইনিংসে রানও পান। টি২০ বিশ্বকাপে দলে সুযোগ পেতে হলে আইপিএলে ভালো খেলতেই হবে। একইসঙ্গে ১০ বছরের ট্রফির খরা কাটাতে হবে শ্রেয়সকে। শনিবার বিকেল পাঁচটা থেকে অনুশীলন করে নাইটরা। গৌতম গম্ভীরের সঙ্গে আলাদা করে কথা বলতে দেখা যায় ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনকে। ছিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতও। নেটে ব্যাটও করেন ড্রে রাস। ছক্কা হাঁকাতেও দেখা যায় ক্যারিবিয়ান তারকাকে। জেট ল্যাগের লেশমাত্র ছিল না। বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন রাসেল। প্র্যাকটিসে রিঙ্কুর সঙ্গে হাসিঠাট্টাও করেন।