
স্পোর্টস ডেস্ক :সুনীল নারিনের ভূয়সী প্রশংসা করেন কেকেআরের মেন্টর। দাবি, আইপিএলে তাঁর দেখা সেরা বোলার তিনি। ১৩ বছর আগে ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরে প্রথমবার নারিনকে দেখেন কেকেআরের মেন্টর। গম্ভীর বলেন, “সবে সাত, আটটা বল খেলেছি। তখনই বুঝেছিলাম ও টি-২০ ক্রিকেটের কিংবদন্তি হয়ে উঠবে। এখন কোথায় পৌঁছে গিয়েছে দেখুন। আইপিএলের ইতিহাসের সেরা বোলার নারিন।” কেকেআরের সমর্থকদের দরাজ সার্টিফিকেট জিজির। তাঁদের সেরার তকমাও দিলেন। গম্ভীর বলেন, “আমি মনে করি, কেকেআরের সমর্থকরাই সেরা। ইতিহাস ঘাঁটলে সেটা বোঝা যাবে। প্রথম তিন বছর ব্যর্থতা সহ্য করতে হয়েছে। কঠিন সময়ও সমর্থকরা পাশে থেকেছে।” গম্ভীরের সঙ্গে সম্পর্ক ভাল না ধোনির। ২০১১ বিশ্বকাপের পর যা প্রকাশ্যে চলে আসে। এদিন কেকেআরের পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তাঁর কথার বিরোধিতা করেন গম্ভীর। ধোনি প্রায়ই বলেন, তিনি প্রক্রিয়ায় বিশ্বাসী। যেই কারণে নিজে থাকতে থাকতেই নেতৃত্বের ভার তুলে দেন ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে। তবে এই বিষয়ে ভিন্ন মেরুতে গম্ভীর। তিনি বিশ্বাসী রেজাল্ট। গম্ভীর বলেন, “আমার কাছে রেজাল্টই আসল। প্রক্রিয়ায় আমি বিশ্বাসী নই। মানুষ আসে কেকেআরের জয় দেখতে।” মালিক হিসেবে শাহরুখ খানের প্রশংসা করেন জিজি। ২০১৪ আইপিএলে টানা চারটে ম্যাচ হেরেছিল নাইটরা। রান পাননি গম্ভীর। দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছিলেন। কিন্তু শাহরুখের হস্তক্ষেপে সেটা হয়নি। কিং খান বলেন, “যতদিন আমি আছি, তুমি এইসব কিছু ভাববে না।” আরসিবির বিরুদ্ধে গুরুত্বপুর্ণ ম্যাচে নামার আগে কেকেআরের পডকাস্টে এমন অনেক গোপন তথ্য ফাঁস করেন নাইটদের মেন্টর।