
তামসী রায়প্রধান, ওঙ্কারঃ বীর চিলা রায়ের জন্ম দিবসে কামতাপুর রাজ্য পুনরুদ্ধারের ডাক দিলেন কেএলও চিফ জীবন সিংহ। শনিবার এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি বলেন, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাজবংশী, গোর্খা, আদিবাসী, নস্যশেখ সহ সমস্ত জনজাতিকে এগিয়ে আসতে হবে কামতাপুর রাজ্য পুনরুদ্ধারের জন্য। মুক্তির জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন জীবন সিংহ।
ভিডিও বার্তায় কেএলও চিফ বলেন, ‘আমরা চিলা রায়ের বংশধর। আমাদের শরীরে চিলা রায়ের রক্ত বইছে। তিনি কখনও আমাদের শেখাননি শত্রুর কাছে মাথা নত করতে। সে কারণে ভারতবর্ষের স্বাধীনতা আজ এত বছর পার হয়ে গেলেও আমরা স্বাধীন দেশে একটা পরাধীন জাতি হয়ে রয়েছি। স্বাধীনতার স্বাদ আমরা ভোগ করতে পারিনি।’
জীবন সিংহকে ভিডিও বার্তায় আরও শোনা গিয়েছে ‘আমাদের ওপর, আমাদের মা-বোনেদের উপর কলকাতিয়া একটা সাম্রাজ্যবাদী দল শোষণ চালাচ্ছে, অত্যাচার চালাচ্ছে। আমরা বঞ্চনার শিকার হয়ে রয়েছি। তাই আপনারা সকলে বীর চিলা রায়ের জন্ম জয়ন্তীতে শপথ গ্রহণ করুন কামতাপুর রাজ্য পুনরুদ্ধারের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য।’যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি ওঙ্কার।