
স্পোর্টস ডেস্ক :দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোড়া টেস্টে উইকেটকিপিং করেন কেএল রাহুল। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে উইকেটের পেছনে দেখা যাবে না। মঙ্গলবার সরাসরি এই বার্তা দেন রাহুল দ্রাবিড়। কেএস ভারত এবং ধ্রুব জুরেলের মধ্যে একজনকে খেলানো হবে। ভারতীয় পিচে স্পিনারদের বিরুদ্ধে উইকেট ঘেঁষে দাঁড়াতে হয়। সেক্ষেত্রে একজন স্পেশালিস্ট উইকেটকিপার প্রয়োজন। এই প্রসঙ্গে দ্রাবিড় বলেন, “ইংল্যান্ড সিরিজে রাহুল উইকেট কিপার হিসেবে খেলবে না। দলে আরও দু”জন স্পেশালিস্ট উইকেটকিপার আছে। রাহুল দক্ষিণ আফ্রিকায় দারুণ কিপিং করেছে। সিরিজ ড্র করতে সাহায্য করেছে। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে আমাদের পাঁচটি টেস্ট খেলতে হবে। ভারতের পিচের কন্ডিশন মাথায় রেখে দু”জন কিপারের মধ্যে একজনকে খেলানো হবে।” এখনও পর্যন্ত তিনটে টেস্টে উইকেটকিপিং করতে দেখা যায় রাহুলকে। তারমধ্যে একটা ম্যাচও ভারতে ছিল না। ঋষভ পন্থের চোটের পর সাধারণত টেস্টে উইকেটকিপিং করেন কেএস ভরত। গ্লাভস হাতে পারফরম্যান্স খারাপ নয়, কিন্তু ব্যাটিংয়ে ব্যর্থ। অন্যদিকে ধ্রুব জুরেল আনকোড়া। তাই প্রথম উইকেটকিপার হিসেবে এগিয়ে ভরত