
শেখ এরশাদ,কলকাতাঃ ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল চলন্ত মিনি বাসে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ মহাজাতি সদনের সামনে বিরাটি-বিবাদী বাগ রুটের মিনিবাস থেকে গলগল করে ধোঁয়া বেরোতে শুরু করে। বিবাদী বাগ থেকে বিরাটির দিকে যাওয়ার পথে, বাসের ইঞ্জিনে আগুন লেগে যায়। মুহূর্তে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যাত্রীরা সুরক্ষিত আছে, বলে দমকল সূত্রে খবর। অফিস টাইমেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ।