
নিজেস্ব প্রতিনিধি,কলকাতাঃ শুক্রবার সকাল ৮ টা নাগাদ বিজয়গড়ের একটি ফ্ল্যাটের চার তলায় হানা দিয়েছে ED। পুরো আবাসন ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। জানা গিয়েছে বিজয়গড়ের যে ফ্ল্যাটে হানা দিয়েছে ইডি, তাঁর মালিকের নাম কল্যাণ সিংহ রায়। তিনি পেশায় চ্যার্টার্ড অ্যাকাউনট্যান্ট বলে জানা গিয়েছে। বিজয়গড়ের পাশাপাশি সিথির মোড়ে গোপাল বণিকের বাড়িতেও হানা দিয়েছে ইডি। গোপাল পেশায় প্রোমোটার। গোপাল ও কল্যাণ সিংহ রায় দু জনেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ‘ঘনিষ্ঠ’ বলে সূত্রের খবর।