
নিজস্ব প্রতিবেদক, কলকাতা: আর.জি কর কান্ডের প্রতিবাদের এবার ধর্নায় বসতে চেয়ে আদালতের দ্বারস্থ নিহত আনিস খানের বাবা সালেম খান। শ্যামবাজারে ধর্না অবস্থানে বসার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আগামী ৭ ই সেপ্টেম্বর থেকে ১৩ ই সেপ্টেম্বর পর্যন্ত ধর্নার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। দুপুর ২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ধর্নার অনুমতি মিলেছে।তবে ইচ্ছে মতো নয়। ১২ ফুট বাই ১৫ ফুট স্টেজ বানানোর অনুমতি দেওয়া হয়েছে।৩০০ লোক নিয়ে অবস্থানে বসতে পারবেন সালেম খান।
মানতে হবে শব্দবিধি।উল্লেখ্য, আরজিকর কান্ডের প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসে বিজেপি। এই ধর্নার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।