
নিজস্ব প্রতিনিধিঃ ২০২২ সালের প্রাথমিকের টেট পরীক্ষার ভুল প্রশ্ন বিতর্কে পর্ষদের রিপোর্ট জমা পড়ল হাই কোর্টে। ২০২২ সালের টেট পরীক্ষার প্রশ্ন ভুলের বহর বাড়ছে। প্রথমে ১৩, তারপর ১৫, পরে ২১ টির শেষে এবার ওই পরীক্ষার ২৩ টি প্রশ্ন ভুল ছিল বলে দাবি করে নতুন মামলা দায়ের হলো। এখনো পর্যন্ত ২৩ টি প্রশ্ন ভুল বলে অভিযোগ উঠেছে। মোট ১৫০ তো প্রশ্নের মধ্যে এত গুলি প্রশ্ন ভুল নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য জানতে চাইলো হাইকোর্ট। এই অবস্থায় মামলাকারী সবপক্ষকেই এক জায়গায় বসে কমন অভিযোগগুলো এক জায়গায় আনার নির্দেশ হাইকোর্টের। সেক্ষেত্রে তার অভিযোগের স্বপক্ষে যে সব বই বা নথি আছে সেগুলি এক জায়গায় এনে একটি তালিকা করে সেই তালিকা পর্ষদকে দিতে হবে। প্রতি প্রশ্ন ধরে ধরে পর্ষদ তাঁদের এক্সপার্টদের মতামত এবং তার ভিত্তি কী, সে বিষয়ে জানাতে হবে লিখিত ভাবে এবং পরের তিন সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টে ওই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। আদালত মনে করে, প্রশ্ন ও উত্তর ক্ষেত্রে কোনো স্টেট জ্যাকেট ফর্মুলা হতে পারে না। এটা একেক রাজ্য বা দেশ ভেদে অর্থ বদল হয়। তাই কোর্ট নিজেও কৌতুহলী এই নিয়ে এক্সপার্টদের মতামত জানতে। আদালতের স্পষ্ট নির্দেশ, এই ২৩ বিতর্কিত প্রশ্নের বাইরে নতুন করে আর কোনো প্রশ্ন নিয়ে অভিযোগ তোলা যাবে না। পর্ষদের বক্তব্য, এক্সপার্টদের কাছে ওই সব প্রশ্ন পাঠানো হয়েছিল। তারা তাদের মতামত জানিয়েছেন। এর পরিপেক্ষিতে বিচারপতি রাজা শেখর মান্থার ফের পর্ষদকে নির্দেশ এক্সপার্টদের কাছে বিতর্কিত প্রশ্নগুলি পাঠিয়ে আরো বিস্তারিতভাবে সেইসব প্রশ্নের সঠিক উত্তর কি হবে তা জানাতে হবে।