
মিহিকা শ্রীমাণী, কলকাতা : কলকাতা বইমেলায় বইয়ের পরেই আসে দুটো জিনিস – ফাইনার্ট এবং ফুডআর্ট। অর্থাৎ, গান, ছবি, ভাস্কর্য। ভারতের এই সাংস্কৃতিক রাজধানীতে বইমেলার জন্মলগ্ন থেকে অন্য মাত্রা যোগ করে আসছেন শিল্পীরা। এ বছরও তার অন্যথা হয়নি।
একদিকে সারি সারি বইয়ের স্টল আর অন্যদিকে রেলিং ধরে বসে শিল্পীরা। কলকাতা বইমেলায় গিয়ে চোখে পড়ল দুটি ছবি। শিল্পীদের সামনে সাজানো অসামান্য সব কারুকার্য। কেউ কেউ আবার সেখানে বসেও মত্ত নতুন সৃষ্টিতে। তবে তাদের মনখারাপ। কারণ, ভিড় থাকলেও কেনাবেচা ঠিক মনের মত হচ্ছে না। শিল্পী নির্মল বোস গত ২৫-৩০ বছর ধরে বইমেলায় তাঁর পসরা সাজিয়ে বসেন. তবে আগের মতো বিক্রি-বাট্টা হয়না।
আরেক শিল্পী শঙ্খদীপ দত্ত জানান, বইমেলা যখন পার্ক স্ট্রিটে হত, বইয়ের বিক্রি খুবই ভাল হত। তবে করুণাময়ীতে মেলা আসার পর থেকেই ভিড় হলেও বিক্রিতে মন্দা।
অন্যান্য বছরের মতো কেনাবেচা না হলেও হাল ছাড়তে নারাজ শিল্পীরা। বই, গান আর ছবি, এই তিন শিল্পকে কলকাতার মতো করে কেউ হয়তো একই সাথে এত কাছে টানতে পারেনা। তাই কলকাতা বইমেলা যতদিন থাকবে, বইমেলায় শিল্পীদের ভিড় ততদিনই থাকবে।