
অমিত কুমার দাস, কলকাতা : আর জি কর কাণ্ডে এবার হাইকোর্টের দ্বারস্থ কৌস্তব বাগচী। স্বাধীন কোনও তদন্ত সংস্থা বা সিবিআইয়ের হাতে তদন্ত হস্তান্তরের আবেদন জানিয়েছেন বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি।
রাজ্যের নাগরিকদের পক্ষে এই মামলা বলে দাবি কৌস্তব বাগচির। আইনজীবীর আর দাবি, রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের কাছে অন্তত ছয় মাসের জন্য পর্যাপ্ত সিসিটিভি ব্যাক আপ সুবিধা সহ সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলির প্রতিটি ফ্লোর এবং কক্ষে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়ে কিছু নির্দেশনা দেওয়া হোক।মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিকেল শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে মহিলা শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বিশ্রামের স্থান এবং ওয়াশ রুম নির্মাণ আবেদন জানানো হয়েছে মামলার। আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন মেডিকেল ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে শোকাহত গোটা রাজ্য। একের পর এক আন্দোলন আছড়ে পরেছে হাসপাতালে।