
বিক্রমাদিত্য বিশ্বাস, রায়গঞ্জ : রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে এবার মাঠে নামলেন বাবুল সুপ্রিয়. রবিবার আশা টকিজ মোড় থেকে বকুলতলা মোড় পর্যন্ত র্যা লি করলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয়। তাঁকে দেখতে রাস্তায় ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ। দোকানদার, পথ চলতি মানুষের সাথে সৌহার্দ্য বিনিময় করে কৃষ্ণকল্যাণীর পক্ষে ভোট চাইলেন বাবুল। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থীর ভূয়সী প্রশংসা করেন বাবুল. পাশাপাশি তিনি বলেন, যে ভাবে রায়গঞ্জের মানুষের সাড়া মিলছে, তাতে আমি নিশ্চিত এখানে বিপুল ভোটে জিতবেন কৃষ্ণ কল্যাণী.
বাবুল সুপ্রিয়কে বছরের প্রথম দিন পেয়ে আপ্লুত তৃণমূল প্রার্থীও.
উল্লেখ্য, এবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে লড়াই ত্রিমুখী. তৃণমূল প্রার্থী করেছে কৃষ্ণ কল্যাণীকে. বিজেপি বাজি রেখেছে কার্তিক পালের ওপর. আর কংগ্রেসের তুরুপের তাস আলি ইমরান রামাজ. শেষ পর্যন্ত কার ঝুলিতে যাবে রায়গঞ্জ, সেটাই এখন দেখার.