
সুরজিৎ দাস, নদীয়া: শুক্রবার সাত সকালে টোটোচালকদের পথ অবরোধ কৃষ্ণনগরে, এর ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয় শহর জুড়ে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সম্প্রতি পঞ্চায়েতের কোন টোটো শহরে চলতে পারবে না বলে কৃষ্ণনগর পৌরসভার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল । তারপর থেকেই প্রশাসনের পক্ষ থেকেও শহরে কোন টোটো প্রবেশ করতে দেয়া হচ্ছিল না । এর ফলে সমস্যায় পড়েছিলেন টোটো চালকরা। প্রতিবাদে শুক্রবার সকালে পঞ্চায়েত এলাকার সব টোটো চালকরা দীর্ঘ সময় ধরে কৃষ্ণগর হাসখালি রাজ্য সড়ক অবরোধ করে। তাদের দাবি শহরে বিভিন্ন সরকারি স্কুল ও কলেজ রয়েছে, তারা যদি শহরে প্রবেশ না করতে পারেন, তাহলে তাদের জীবন জীবিকাই ব্যাহত হবে। তাই তারা প্রতিবাদ জানাতে এই পথ অবরোধ করেছেন, এবং পুরসভার জারি করা ওই বিজ্ঞপ্তি অবিলম্বে তুলে নেওয়ার দাবি করেন তারা। এই পথ অবরোধের ফলে এলাকায় ব্যাপক যানযটের সৃষ্টি হয় ,পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।