
নিজস্ব প্রতিনিধিঃ মোদীর বঙ্গ সফরের দিনই অভিমানী অভিষেক ঘনিষ্ঠ নেতা তথা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বর্তমান বাংলা রাজনীতির চর্চায় তিনি। কারণ শুক্রবার সকালেই বড় বদল লক্ষ্য করা যায় তাঁর নিজস্ব এক্স হ্যান্ডেলে। বায়োতে রাজনৈতিক পদ মুছে লেখা শুধুমাত্র সাংবাদিক ও সমাজকর্মী। তারপর থেকেই তাঁর পদ ছাড়া নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠছে তবে কী দল ছেঁড়ে অন্য দলে নাম লেখাবেন তৃনমূলের এই মুখপাত্র। কারণ একদিকে দু’দিনের বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নিয়ে ইতিমধ্যে শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যে কুণাল ঘোষের এক্স হ্যান্ডলের একটি পোস্ট নিয়ে বৃহস্পতিবার রাতে আলোচনা শুরু হয়েছিল খোদ শাসক দলে। রাজনীতিকের পরিচয়টাই মুছে দিয়েছেন কুণাল। যা নিয়ে খোদ তৃণমূলের মধ্যে জল্পনা শুরুর হয়েছে অভিষেক শিবিরের এই নেতাকে নিয়ে। বৃহস্পতিবার শেখ শাহজাহানের গ্রেফতারির পরেও প্রতিক্রিয়া দিয়েছিলেন তৃণমূলের মুখপাত্র হিসাবে। হটাৎ করে কয়েক ঘণ্টার মধ্যে এমন কী হয়ে গেল। যদিও এই নিয়ে মুখ খুলছেন না কুণালও।