
ইন্দ্রানী চক্রবর্তী: বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষের সাথে বৈঠক করেন ডঃ নারায়ন ব্যানার্জি। সামাজিক মাধ্যমে সেই ছবি প্রকাশ হতেই ঝড় ওঠে। বিতর্ক শুরু হয় ডাক্তারদের মধ্যে। নারায়ণ ব্যানার্জি জানান যে, “আমি এক জন নাগরিক। আমি এক জন চিকিৎসক। কুণাল ঘোষও এক জন নাগরিক এবং সাংবাদিক। আমরা দেখা করেছি, কথা বলেছি।”
ডাক্তার আন্দোলনের শুরু থেকেই নানাভাবে আক্রমণের সুরে কথা বলেছেন কুনাল ঘোষ। এদিকে ডঃ নারায়ণ ব্যানার্জি সিপিআইএম সমর্থক বলেই জানেন নেটিজেনরা। সিপিআইএম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে ‘ক্যাপ্টেন’ বলে সম্বোধন করেন তিনি। শুধু তাই নয়, সিপিআইএম সূত্রে খবর গত লোকসভা ভোটে দমদম লোকসভা থেকে নারায়ণ ব্যানার্জিকেই প্রার্থী হিসেবে দাঁড় করাতে চেয়েছিল সিপিআইএম। বিভিন্ন জটিলতার কারণে তা সম্ভব হয়নি। তাই আগামী বিধানসভা ভোটে উত্তর দমদম থেকে তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা ছিল।
কিন্তু সে গুড়ে বালি। নারায়ণ কুনাল বৈঠকের পর এবার ডাক্তারবাবুর উপর নেট দুনিয়ায় আক্রমণের বন্যা বইয়ে দিচ্ছেন খোদ সিপিআইএম সমর্থকরাই। সিপিআইএম সমর্থক মহল বারংবার পোস্ট করে জানাচ্ছেন যে ‘সবাইকে কমরেড বলবেন না’, ‘সবাইকে কমরেড বলা যায় না’।
এদিকে শুক্রবার সকালে, জয়েন্ট ফোরাম অফ ডক্টর্স নামক সিনিয়র ডাক্তারদের সংগঠনের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয় নারায়ণ ব্যানার্জির-কুনাল ঘোষের সাথে এই বৈঠক প্রসঙ্গে। বিবৃতিতে বলা হয়, “তিনি ব্যক্তির এক্তিয়ারে কারও সাথে বৈঠক করতেই পারেন কিন্তু সিনিয়র-জুনিয়র ডাক্তার এবং জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের দৌত্যের অধিকার তাকে কেউ দেয়নিনন কারণ প্রসঙ্গে জুনিয়র এবং সিনিয়র ডাক্তাররা বারংবার বলেছেন যে নারায়ণ ব্যানার্জি সিপিআইএম তো দুরস্থান, কোনও ডাক্তার সংগঠনের প্রতিনিধিই নন।
এই প্রসঙ্গে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের যুগ্ম আহ্বায়ক পূণ্যব্রত গুণ বলেছেন, “নারায়ণ ব্যানার্জী সিনিয়র ডাক্তারদের কোনও সংগঠনের প্রতিনিধি নয়। গতকাল উনি আমায় ফোন করেছিলেন। বলেছেন ব্যক্তিগত ভাবেই কুনাল ঘোষের সাথে বৈঠক করেছেন উনি। কিন্তু আমরা সিনিয়র বা জুনিয়ররা কেউ ওনাকে এই দৌত্যের দায়িত্ব দিই নি। তাছাড়া এই আন্দোলনকে শুরু থেকেই কদর্য ভাষায় আক্রমণ করেছে যে কুনাল ঘোষ, তার সাথে বৈঠককে আমরা কিছুতেই সমর্থন করি না।”
যদিও কুনাল ঘোষের সাথে বৈঠকে চিকিৎসকদের আন্দোলনের বিষয়ে কী কথা হয়েছে তা উনি জানাননি, কিন্তু এই বিষয়ে আলোচনা হয়েছে কি হয়নি তাও তিনি স্পষ্ট করেননি।