
স্পোর্টস ডেস্ক :২০২২ কাতার বিশ্বকাপের আগে লিওনেল মেসি বলেছিলেন কাতার বিশ্বকাপের পরেই তিনি দেশের জার্সিকে বিদায় জানাবেন। কিন্তু সেটা হল না। ২০২২ বিশ্বকাপ জয়ের পরেও মেসি খেলছেন। তাহলে কি ২০২৬ বিশ্বকাপেও এলএমটেন খেলবেন! তেমনটাই ইঙ্গিত দিলেন। এদিন এক অনুষ্ঠানে এক ভক্তের উত্তরে মেসি বললেন,যতদিন ফুটবলকে উপভোগ করছি, ততদিনই খেলব। এখন আমার লক্ষ্য ২০২৪ কোপা আমেরিকা। আর পরের বিশ্বকাপে খেলব কি না সেটা সময় বলবে। বয়সের ব্যাপারটাও দেখতে হবে। তখন আমার বয়স ৩৯ হবে। আর ওই বয়সে বিশ্বকাপ খেলা সহজ নয়।” এখানেই শেষ নয়, শেষে যোগ করেন, “২০২২ বিশ্বকাপের পর মনে হয়েছিল অবসর নিয়ে নেব। তবে সিদ্ধান্ত বদলেছি। দলের সঙ্গে আরও কিছুটা সময় কাটাতে চাই। এই সময়টা বেশি করে উপভোগ করতে চাই। ২০২৬ পর্যন্ত কী হবে তা এখন ভাবছি না। তবে অনেক কিছুই ঘটতে পারে।” এই ভাবেই পরের বিশ্বকাপে খেলার জল্পনা। দেশের জার্সিতে কোপা আমেরিকা আর বিশ্বকাপ দুটোই জিতেছেন। সব ট্রফিই তার পকেটে এসেছে।