
নিজস্ব প্রতিনিধিঃ উত্তর-পূর্বের দুই রাজ্য ভোট গণনার সূচি বদল। রবিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জাতীয় নির্বাচন কমিশন জানায়, সিকিম এবং অরুণাচল প্রদেশে ৪ জুন ভোটগণনা হচ্ছে ন। পরিবর্তে ভোট গণনা হবে ২ জুন। প্রসঙ্গত, লোকসভার পাশাপাশি চার রাজ্য ওড়িশা, সিকিম, অন্ধ্রপ্রদেশ এবং অরুণাচলে হবে বিধানসভা নির্বাচন। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, দুই রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২ জুন। তাই ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ৩২৪, অনুচ্ছেদ ১৭২(১) এবং ১৯৫১ সালের জনপ্রতিনিধি আইনের ১৫ নম্বর ধারা অনুযায়ী ওই মেয়াদ শেষ হওয়ার আগে ভোট পর্ব শেষ করতে হবে। সেই কারণেই ২ জুন হবে ভোটগণনা হবে সিকিম এবং অরুণাচল প্রদেশে ।