
সায়ন্তন ভট্টাচার্য: এবছরের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন থেকেই শুরু হয়েছিল বিতর্ক। প্রশ্ন ফাঁস রুখতে এ বছরই প্রথম প্রশ্ন পত্রে কিউ আর কোড এর ব্যাবহার করেছিল মধ্য শিক্ষাপর্ষদ। সেই সুরক্ষা বলয় ভেদ করে পরীক্ষার প্রথম তিন দিন প্রশ্ন সোশ্যাল সাইটে ঘুরতে দেখা যায়।জানিয়ে জল ঘোলা হয় বিস্তর। শুরু হয় শাসক – বিরোধীদের মধ্যে তরজা।কেউ কেউ আবার গ্রেফতার হওয়া প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময় গাঙ্গুলির উত্তরসূরি বলে কটাক্ষ ও ছুড়ে দেন বর্তমান পর্ষদ সভাপতি রামানুজ বাবুকে। পরীক্ষার শেষে এদিন মাধ্যমিকের প্রশ্ন সোশ্যাল সাইটে বেড়িয়ে যাওয়া নিয়ে বিরোধীদের তোলা সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। বিকাশভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী বলেন “প্রত্যেকবার মোবাইলে প্রশ্ন বেরিয়ে যেত। আমরা এবার পরীক্ষার আগে ২০টা বৈঠক করেছি। বাইরের কিছু গ্যাং এটা করাচ্ছিল। আমরা এবারে প্রশ্নে কিউআর কোড দিয়েছিলাম। এবার প্রত্যেকে যারা ছবি তুলেছিল তাদের ধরা গিয়েছে।”
একইসঙ্গে শিক্ষামন্ত্রীর কথায়, এবার মোট ৩৬ জনের পরীক্ষা বাতিল হয়েছে। দু’টো জেলা থেকে একটা গ্যাং অপারেট করছিল বলেও জানান তিনি। ব্রাত্যর কথায়, জামতাড়া গ্যাংয়ের মতো একটা গ্যাং কাজ করেছে। মোট ৩৭টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
এর পাশাপাশি শিক্ষামন্ত্রী আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা। আগামী বছর ১৪ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। পরীক্ষা হবে ১৪ ফেব্রুয়ারি, ১৫ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারি, ১৮ ফেব্রুয়ারি, ১৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি, ২২ ফেব্রুয়ারি ও ২৪ ফেব্রুয়ারি।
এবছর মাধ্যমিক শুরু হয়েছিল ২ রা ফেব্রুয়ারি থেকে। ১২ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়। সারা রাজ্যে সুষ্ঠুভাবেই পরীক্ষা হয়েছে,এমনটাই মত বিকাশ ভবনের ।