
ওঙ্কার ডেস্ক : বৃহস্পতিবার প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল. পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিনের মাথায় ফলপ্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ. এবছর তৃতীয় স্থানে রয়েছেন তিনজন. উদয়ণ প্রসাদ, পুষ্পিতা বাঁশুরী, নৈঋতরঞ্জন পাল. তাদের প্রাপ্ত নম্বর ৬৯১.
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উদয়ন জানান, ফল এত ভাল হবে, আশা করেনি. আগামীদিনে ডাক্তার হতে চায়. পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়া এবং খেলা দেখতে ভালবাসেন উদয়ন.
তৃতীয় স্থানে রয়েছে বীরভূমের পুষ্পিতা বাঁশুরীও। ইলামবাজার থানার কামারপাড়া গ্রামের বাসিন্দা। নিউ ইন্ট্রিগেডেট গভর্মেন্ট স্কুলের ছাত্রী। প্রাপ্ত নম্বর ৬৯১ ।
প্রসঙ্গত, গত বছরের থেকে বেড়েছে চলতি বছরে পাসের হার. পাসের হারে শীর্ষে কালিম্পং, দ্বিতীয় পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে কলকাতা।