
গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা : শনিবার মাঘী পূর্ণিমা। দূর-দূরান্ত থেকে পুণ্যার্থীরা এসে ভিড় জমিয়েছেন গঙ্গাসাগরে। পুণ্য লাভের আশায় ভোর রাত থেকেই তাঁরা গঙ্গাসাগরে পুণ্যস্নানের পর পুজো দিচ্ছেন কপিল মুনির আশ্রমে। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ব্লক প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। সমুদ্র সৈকত থেকে কপিলমুনির আশ্রম পর্যন্ত মোতায়েন করা হয়েছে ৩৩ জন সিভিল ডিফেন্সের কর্মীদেরকে। ৩ টি স্পিডবোট নিয়ে নদীতে চলছে নজরদারি। কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত সাগর থানা ও গঙ্গাসাগর উপকূল থানার পক্ষ থেকে মোতায়ন করা হয়েছে একাধিক পুলিশকর্মী। শুক্রবার গভীর রাতে প্রস্তুতি পরিদর্শনে সেখানে আসেন মন্ত্রী বঙ্কিম হাজরা। গঙ্গাসাগর মেলা মাঠে পুরো এলাকা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ঘুরে দেখেন তিনি।
মাঘী পূর্ণিমা উপলক্ষে দোকানিরা হরেকরকমের পসরা সাজিয়ে বসেছেন। চলছে কেনাকাটা। শুক্রবার রাত থেকেই বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে হরিনাম-সংকীর্তনের আয়োজন করা হয়েছে। বিগত বেশকয়েক বছর ধরেই এখানে এক লক্ষেরও বেশি পুণ্যার্থীর সমাগম হচ্ছে। এবছর ভিড় আরও বাড়বে বলেই মনে করছে প্রশাসন।