
সঞ্জয় মাঝি, মহেশতলা : সামনেই বিধানসভা উপনির্বাচন. আর ২০২৬-এই রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা ভোট. সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ নিবিড় করতে দিকেদিক বিজয়া সম্মেলনী করছে শাসকদল.
সোমবার মহেশতলা বিধানসভা তৃণমূল কংগ্রেসের পরিচালনায় বাটানগর স্পোর্টস ক্লাবে বিজয়া সন্মেলনী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ, ডায়মন্ড হারবার- যাদবপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৃজিত ঘোষ, মহেশতলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা-পৌরমাতা সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।
এই অনুষ্ঠান প্রসঙ্গে সায়নী বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমাদের পাথেয়. তাঁর কথা মতো সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি আমরা’.
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৃজিত ঘোষ বলেন, ‘দিল্লির মহিষাসুরকে বধ করবে বাংলার দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়’।