
ডায়মন্ডহারবার,গোপাল শীল:
রামনবমীর সকাল থেকেই ডায়মন্ড হারবারের মহেশতলার এলাকায় লাল ঝান্ডার দাপাদাপি। এদিন সকালে অসংখ্য বাম কর্মী ও সমর্থকদের নিয়ে প্রচার সারলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের CPIM প্রার্থী প্রতিক উর রহমান ।এদিন তিনি মহেশতলার ১নং এরিয়া কমিটির উদ্যোগে সন্তোষপুর থেকে বাঁধাবড়তলার তুলসী মান্না মোড় পর্যন্ত একটি একটি বর্ণাঢ্য মিছিল করেন। মিছিলের মাঝেই তৃনমূল প্রার্থী অভিষেক বন্দোপাধ্যায় কে আক্রমণ করে বলেন উনি দীর্ঘদিন এই কেন্দ্রের সাংসদ হলেও , এখনও তীব্র জল সংকটে ভুগছেন এলাকাবাসীরা।নিকাশি ব্যবস্থার ও সমস্যা রয়েছে।পাশপাশি লিপস এন্ড বাউন্ডসের প্রসঙ্গ টেনে আর্থিক দুর্নীতি নিয়েও আক্রমণ করেন তৃনমূলের হেভিওয়েট প্রার্থীকে