
প্রদীপ কুমার মাইতিঃ কাকাকে কুপিয়ে খুনের অপরাধে ভাইপোকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। ২০১৯ সালের ২৪ মে মহিষাদল থানার ধামাইৎনগরের কাকা মদন ঘড়াকে খুনের ঘটনায় ভাইপো যুধিষ্ঠির ঘড়া ওরফে সমীরকে গ্রেফতার করে মহিষাদল থানার পুলিশ।
সেই মামলায় শুক্রবার যুধিষ্ঠীর ঘড়াকে যাবজ্জীবন সাজা দেন হলদিয়া মহকুমা আদালতের বিচারক অঞ্জন কুমার সরকার। পরিবারের লোকজনের পাশাপাশি প্রতিবেশী মিলিয়ে এই মামলায় মোট ১৬ জন আদালতে সাক্ষ্য দেন। আদালত বৃহস্পতিবার অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে । শুক্রবার তাকে যাবজ্জীবন সাজা দেন হলদিয়া মহকুমা আদালতের বিচারক অঞ্জন কুমার সরকার । সেই সঙ্গে ৫০০০ টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত ছয় মাস কারাদণ্ডের সাজাও ঘোষণা করেন বিচারক। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানান হলদিয়া মহকুমা আদালতের সরকারি আইনজীবী সোমনাথ ভূঁইয়া।