
নিলয় ভট্টাচার্য, কৃষ্ণনগর : ফের একবার সংসদের পথে মহুয়া মৈত্র. ঘুষের বিনিময় প্রশ্নকাণ্ডে সংসদ থেকে বহিষ্কৃত করা হয়েছিল তৃণমূলের এই দাপুটে নেত্রীকে. তখনই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বিজেপিকে, সংসদে তিনি ফিরবেনই.
রাজমাতা অমৃতা রায় এবং বাম প্রার্থী এস এম সাদীকে পেছনে ফেলে ৬২ হাজার ২১২ ভোটে জয়লাভ করলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র।