
ওঙ্কার ডেস্ক:যে সিপিএম একসময় বাংলায় প্রবল অত্যাচার করেছে,সেই সিপিএমের নেতারাই এখন বিজেপির বন্ধু হয়ে গেছে। তারাই ভোটে বিজেপির হয়ে লড়াই করছে। রবিবার মালদার হবিবপুরের জনসভা থেকে একদা সিপিএম নেতা ও হবিবপুরের চারবারের বিধায়ক এবং বর্তমানে দলবদল করে মালদা উত্তরের বিজেপি প্রার্থী হওয়া খগেন মুর্মুকে এই ভাষাতেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশপাশি তিনি আরো বলেন আমি সিপিএমের অত্যাচার ৩৪ বছর দেখেছি।তাই ওদের হাত ধরতে চাইনা , কংগ্রেসকে বারবার বলেছিলাম সিপিএমের সঙ্গে জোট না করতে।কিন্তু তারা আমার কথা শোনেনি।তাই বাংলায় ইন্ডিয়া জোট হয়নি।