
প্রশান্ত দাস, মালদা : ফের মালদা ! চাঁচলের পর এবার হবিবপুর। সোমবার গভীর রাতে ডাকাতি হবিবপুরের সোনার দোকানে. জানা যায়, সাত-আটজনের ডাকাতের দল হানা দেয় বুলবুলচণ্ডীর অরুণা মার্কেটে। সেই সময় অন্য এক কাপড় ব্যবসায়ী হাটে যাবার জন্য নিজের দোকানে কাপড় নিতে যায়। তাকে বেঁধে রেখে সোনার দোকানে লুটপাট চালায় ওই ডাকাতের দল।
সোনার দোকানের মালিক টিঙ্কু দাস জানান, ডাকাতির সময় তিনি কলকাতায় ছিল। পরে খবর পেয়ে মালদায় আসেন. প্রচুর টাকার সোনা খোয়া গেছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরেই মালদার চাঁচলে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। বারবার এমন ঘটনায় আতঙ্কে দিন কাটছে সেখানকার বাসিন্দা থেকে দোকানদারদের. প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে।