
প্রশান্ত দাস, মালদাঃ তিন কিলো ৪৪২ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করল মালদার কালিয়াচকের গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। ধৃতকে রবিবার তোলা হয় মালদা জেলা আদালতে।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত যুবকের নাম রেজাউল সেখ বয়স আনুমানিক ৩৫ বছর। তার বাড়ি বৈষ্ণবনগর বিধানসভার শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের বাবুন টোলা এলাকায়।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে বিশেষ সূত্রে খবর পেয়ে শুক্রবার মধ্যরাতে অভিযান চালায় গোলাপগঞ্জ ফাড়ির পুলিশ। রেজাউল সেখ কাছ থেকে উদ্ধার হয় তিন কিলো ৪৪২ গ্রাম ব্রাউন সুগার। তবে এত পরিমান বরং সুগার কোথা থেকে সেই যুবকের কাছে আসলো এবং এত ব্রাউন সুগার কোথায় পাচার করা হতো সেই পাচার চক্রের হাদিস বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।