
তামসী রায় প্রধান, ওঙ্কারঃ অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন৷ মমতার ইন্ডিয়া জোটে সামিল হওয়া প্রসঙ্গে এভাবেই দলীয় নেতা অধীর সম্পর্কে মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷ এমনকী খাড়গে জানালেন, হাইকমান্ডের সিদ্ধান্ত না-মানলে বাইরের রাস্তা খোলা রয়েছে৷ মল্লিকার্জুনের এই মন্তব্যে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মন্তব্যের এবার পালটা দিলেন অধীর চৌধুরী। তার সাফ কথা, আমিও কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য। আমিও হাইকমান্ডেরই লোক! কংগ্রেসের যারা ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে তার নৈতিক লড়াই বলে দাবি অধীর চৌধুরী। প্রসঙ্গত, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে অধীর বলে ছিলেন, ‘‘উনি জোট থেকে পালিয়ে গিয়েছেন। ওঁর কোনও কথায় আমি ভরসা করি না। এখন দেখছেন হাওয়া বদলাচ্ছে। তাই এ দিকে ভিড়তে চাইছেন। বিজেপির দিকে পাল্লা ভারী দেখলে ও দিকে যাবেন।’আর শনিবার অধীরের মন্তবের বিরোধিতা করে মল্লিকার্জুন খাড়গের বলেন অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন৷