
ওঙ্কার ডেস্ক:তৃনমূল জিতলে আসামে CAA এবং NRC করতে দেবোনা,তুলে দেবো ।বুধবার শিলচরে এসে আসামবাসীকে এমনই প্রতিশ্রুতি দিলেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়।এদিন শিলচরের তৃনমূল প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের সমর্থনে জনসভা করেন মমতা।এবং কেন্দ্রের বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে সবথেকে প্রভাবিত রাজ্য আসামের মাটিতে দাঁড়িয়ে মমতা প্রতিশ্রুতি দেন তৃনমূল ক্ষমতায় এলে সি এ এ এবং এন আর সি এই রাজ্য থেকে তুলে দেবো,কোন দিনই চালু করতে দেবোনা।