
অরূপ ঘোষ,ঝাড়গ্রাম:মনিপুরে আগুন জ্বলছে ,কেন্দ্রের কোন হেলদোল নেই ।দেশকে ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা করছে মোদী সরকার ,বুধবার আদিবাসী দিবসে ঝাড়গ্রাম থেকে ফের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের।এদিনের সভা থেকে মমতা দাবি করেন হিংসা ছড়িয়ে বিজেপি ভারতকে টুকরো টুকরো করতে চাইছে । দিল্লি ও হরিয়ানা ,মনিপুরের ঘটনা নিয়েও নিশ্চুপ রয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এদিনের সভা থেকে বিজেপিকে ভারত ছাড়া করারও ডাক দেন মমতা।
মুখ্যমন্ত্রী আরো বলেন দেশ জুড়ে দলিতদের উপর অত্যাচার চালাচ্ছে গেরুয়া শিবির।এবং দিল্লি ও হরিয়ানা ছেড়ে মানুষ পালিয়ে যাচ্ছেন।এছাড়াও এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস কে আক্রমণ করেন মমতা।তিনি বলেন রাজ্যপাল কাজ করতে দিচ্ছেন না।রাজ্যের গুরুত্বপূর্ন পদে কেরালা থেকে লোক এনে বসিয়ে দিচ্ছেন।
পাশাপাশি আদিবাসী দিবসে রাজ্য সরকারের ভূমিকার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন আদিবাসীদের উন্নয়নের জন্য বরাদ্দ অনেকটাই বাড়িয়েছে রাজ্য সরকার।জঙ্গলের জমি ও বণ্টন করে দেওয়ার ব্যবস্থা হয়েছে আদিবাসীদের মধ্যে । করম পুজোয় রাজ্যে ছুটি ঘোষণা করেছে সরকার। এছাড়া বেশ কিছু উন্নয়ন মূলক প্রকল্পের কথা ঘোষনা করেন মুখ্যমন্ত্রী।