
ওঙ্কার ডেস্ক : ভোটের মধ্যেই সন্দেশখালির আরও একটি ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল পড়ে গেছে. আর তারপরেই ব্যারাকপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘লজ্জা করে না? এখনও সন্দেশখালি নিয়ে মিথ্যে কথা বলছেন. সন্দেশ তো আপনার জন্য অপেক্ষা করছে. মোদি হার রাহা হ্যা,মোদি জা রহা হ্যা’. মোদির বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা আরও বলেন, ‘আপনি ভয় পেয়েছেন. তাই তো কোটি কোটি টাকা দিয়ে বিজ্ঞাপন করে আমাকে চোর বলছেন’.