
ওঙ্কার ডেস্ক :লোকসভা নির্বাচনের আগে, ঘাটাল নিয়ে মাস্টার স্ট্রোক মমতা বন্দোপাধ্যায়ের। দেব পাশে রেখেই আরামবাগের সভা থেকে তিনি ঘোষণা করেন ঘাটাল মাস্টার
প্ল্যানের কাজ খুব তাড়াতাড়ি শেষ হবে। কেন্দ্র নয় প্রয়োজনীয় অর্থ রাজ্য সরকার দেবে।
এদিন সাংসদ দেবকে পাশে রেখেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার আরামবাগের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেব আমাকে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছে। আমি বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা করে নিয়েছি। ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই তৈরি করছি, এর ফলে ১৭ লাখ মানষ উপকৃত হবেন। এর জন্য যা টাকা লাগে রাজ্য সরকার দেবে,কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে আমরা থাকবোনা।
মমতা আরও বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানে আরও যে ১ হাজার ২৫০ কোটি টাকা লাগবে, কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে,তাই আর কেন্দ্রের জন্য আমরা আর বসে থাকবনা। আমরাই টাকা দিয়ে আমার ৩-৪ বছরের মধ্যে তৈরি করে ফেলবো।
উল্লেখ্য প্রত্যেক বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয় পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিস্তীর্ণ এলাকা।জলের তলায় চলে যায় রাস্তা ঘাট।যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে,নৌকায় করে চলে যাতায়াত। ত্রাণ শিবির ও পাকা বাড়ির ছাদে দিন কাটাতে হয় অসংখ্য মানুষ কে।কিন্তু এই জল রূপনারায়ণ নদী দিয়ে বেরিয়ে গেলেই সমস্যার সমাধান হয়,সেই লক্ষ্যেই ৩৯ বছর আগে তৈরি হয় ঘাটাল মাস্টার প্ল্যান।কিন্তু এখনও সেই প্রকল্পের বাস্তবায়ন হয়নি।