
সঞ্জয় রায়চৌধুরী : জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এ এবার দেখা যাবে বাংলার ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়কে। বেসরকারি চ্যানেলের এই রিয়ালিটি শোয়ের সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি সেই আমন্ত্রণ গ্রহণও করেছেন। তারপরই মুখ্যমন্ত্রীর সম্মতি নিয়ে শুটিংয়ের দিনক্ষণ ও কোথায় তা হবে সবই স্থির করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী বুধবার ‘ভাষা দিবসে’র দিন এই এপিসোডের শুটিং হবে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য নবান্নর কাছেই ডুমুরজলা স্টেডিয়ামে ‘দিদি নম্বর ওয়ান’-এর সেটে এই এপিসোডের শুটিংয়ের আয়োজন করা হয়েছে। দিদি নাম্বার ওয়ানে অংশ নেওয়ার ঘটনায় রাজনৈতিক মহলের ব্যাখ্যা, সামনে লোকসভা ভোট, এটা মহিলা মহলে প্রচারের হাতিয়ার হয়ে উঠবে তৃণমূল সুপ্রিমোর। তাঁর আটপৌরে জীবনটা তুল ধরে সাহায্য করবে। তৃণমূলের লোকসভা এবং বিধানসভার প্রার্থী তালিকায় চলচ্চিত্র এবং টিভি সিরিয়াল জগতের বহু নাম থাকে বরাবর। তবে জনতার কৌতূহলী বাংলার দিদি নাম্বার ওয়ানের পর্দার ‘দিদি নম্বর ওয়ান’-এ অংশগ্রহণ নিয়ে। সাধারণত ‘দিদি নম্বর ওয়ান’- এ চার জন প্রতিযোগী থাকেন। মমতাকে নিয়ে এই এপিসোডের কারা থাকবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বেসরকারি চ্যানেল সূত্রে জানা গিয়েছে, বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘরনি ডোনা
গঙ্গোপাধ্যায় এবং প্রবীণ গায়িকা অরুন্ধতী হোমচৌধুরী থাকছেন। ডোনা নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত মুখ। এর আগে সৌরভ পরিচালিত শো ‘দাদাগিরি’তে অংশ নিয়েছেন। তবে ‘দাদা’র সঙ্গে একই শোয়ে থাকলেও ‘দিদি’র সঙ্গে এই প্রথম তিনি কোনও টেলিভিশন রিয়ালিটি শোয়ে অংশ নিতে চলেছেন।
মমতাকে নিয়ে ওই বিশেষ এপিসোডটি বাংলার ‘দিদি নম্বর ওয়ান’-এর ‘চমক’ হিসেবেই দর্শকদের সামনে উপস্থাপিত করতে চায় বেসরকারি চ্যানেলটি। সম্প্রচারকারী চ্যানেলের তরফে ‘দিদি নম্বর ওয়ান’-কে বাংলা জুড়ে থাকা রিয়্যালিটি শো’তে তাই খেলার বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলার মানুষের পছন্দ, শিল্পসংস্কৃতি জগতের দিদিরা, যাঁরা সম্মান বাড়িয়েছেন বাংলার তার ওপরই গুরুত্ব দেওয়া হয়ে থাকে। অনুপ্রাণিত করেছেন অসংখ্য দিদিকে। এই শোয়ের প্রথম রাউন্ডে থাকছে ‘আমি বাংলায় গান গাই’। দ্বিতীয় রাউন্ডটি হল ভোজনরসিক বাঙালির বাংলার খাওয়াদাওয়া নিয়ে। বাঙালির খাবার এবং খাওয়াদাওয়া নিয়ে প্রশ্নোত্তরের পাশাপাশি ফুচকা খাওয়ার বিষয় থাকবে। ময়দার লেচি বেলা এবং লুচি ভাজার প্রতিযোগিতাও থাকবে। মমতা নিজে একদা ফুচকা খেতে ভালো বাসতেন। শোয়ের মঞ্চে তিনি ফুচকা খাবেন কি না, তা নিয়ে উদ্যোক্তাদের সন্দেহ আছে। তবে রান্নায় পারদর্শী মমতা যে গোল করে লুচি বেলতে পারবেন এবং লুচি ফুলকো করে ভাজতে পারবেন, তা নিয়ে কারও সন্দেহ নেই।