
সুনন্দা দত্ত,হুগলী:ভোট প্রচার জমজমাট হুগলী লোকসভা কেন্দ্রে।মূলত ত্রিমুখী লড়াই হচ্ছে এখানে। ভোট যত এগিয়ে আসছে ,পাল্লা দিয়ে প্রচার ও বাড়ছে বিজেপি, তৃণমুল ও সিপিআইএম এর প্রার্থীদের । সেই মতো বুধবার সকাল থেকেই হুগলীর কেওটা অঞ্চলে প্রচার শুরু করছেন রচনা বন্ধোপাধ্যায় ।আবার ডানলপ এলাকায় প্রচার শুরু করেছেন সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ। উল্লেখ্য শুধু ডানলপ নয় এই এলাকার একাধিক কল কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এই বিষয়ে সিপিআইএম প্রার্থী বলেন শুধু এখানেই নয় গোটা রাজ্যেরই এই অবস্থা। । সিঙ্গুরের কারখানা ধ্বংস করে দেওয়ার পর বাংলা শিল্প শূণ্য রাজ্যে পরিণত হয়েছে।