
নিজস্ব প্রতিনিধিঃ ফের নতুন করে উত্তপ্ত মণিপুর। বুধবার রাজধানী ইম্ফল থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে সীমান্ত এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। একজন পুলিশ কমান্ডোর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ভারত-মায়ানমার সীমান্তের অঞ্চল মোরেতে তাঁকে গুলি করা হয়। মণিপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই আধিকারিকের নাম ওয়াংখেম সমরজিৎ। আরও জানা গিয়েছে, এদিন নিরাপত্তারক্ষীদের ক্যাম্পে প্রথমে বোমা ছোড়ে হামলাকারীরা। এরপর গুলি চালানো হয়। ওই বেস ক্যাম্পে আরপিজি শেল ছোড়া হয়েছে। যে কারণে সেনার একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর থেকে এলাকায় হামলাকারীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই চলছে।