
স্পোর্টস ডেস্ক : গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ম্যারাথনে বিশ্বরেকর্ডধারী কেনিয়ার কেলভিন কিপটামের। রবিবার কেনিয়ার এলডোরেটে দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয় তাঁর কোচ গারভাইস হাকিজিমানারও। পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার স্থানীয় সময় রাত ১১টা নাগাদ দুর্ঘটনা ঘটে। কেলভিন নিজেই গাড়ি চালাচ্ছিলেন। সঙ্গে আরও দু”জন ছিলেন। কিপটাম গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় গাড়ি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কেলভিন এবং তাঁর কোচের। আরেকজন গুরুতর আহত। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাত্র চার মাস আগে অক্টোবরে ম্যারাথনে বিশ্বরেকর্ড গড়েন কিপটাম। আগামীর জন্য নতুন লক্ষ্য স্থির করে ফেলেছিলেন কেনিয়ার এই দৌড়বিদ। গত সপ্তাহে জানান, রোটেরডাম ম্যারাথন দু”ঘণ্টার মধ্যে শেষ করার চেষ্টা করছেন তিনি। কিন্তু সেই লক্ষ্য আর পূরণ হল না। অক্টোবরে শিকাগো ম্যারাথনে মাত্র ২ ঘণ্টা ৩৫ সেকেন্ডে ৪২ কিলোমিটার সম্পূর্ণ করেন কেলভিন