
স্পোর্টস ডেস্ক : নতুন বছরে কলকাতার জন্য সুখবর। দ্বিতীয়বার কলকাতায় আসতে চলেছেন ফুটবল যুবরাজ লিওনেল মেসি। সব ঠিক চললে ২০২৪ সালের মাঝামাঝি কলকাতায় পা রাখবেন এলএমটেন। তার এজেন্ট এর সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়েছে বলে খবর। তাকে আনবেন আগে এমি মার্টিনেজ, কাফু, দিয়েগো মারাদোনা, পেলে, ভলদেরামা, রোনাল্ডনিহোকে আনা ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত।২০১১ সালে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। জাতীয় দলের অধিনায়ক হিসেবে কলকাতার মাটিতেই সতীর্থদের নিয়ে প্রথম ম্যাচটি খেলেছিলেন বাঁ পায়ের জাদুকর। তাঁকে এক পলক দেখার জন্য উপছে পড়েছিল ভিড়। শুধু বাংলা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেসির টানে ফুটবলপ্রেমীরা ভিড় জমিয়েছিলেন কলকাতায়। যদিও সেই সময় বিশ্বকাপ জেতেননি লিও। ফুটবল বিশ্বের নতুন সেই তারকাকে দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছিলেন মাঠে। ফের একবার অপেক্ষা